কেমন একাদশ চাই টি২০ বিশ্বকাপে :

15 Mar

কেমন একাদশ চাই টি২০ বিশ্বকাপে :
ক্রিকেটে একটি দলের সাফল্যের অনেক কিছু নিভর্র করে নিবাচর্কদেrউপর। ..

নিবাচর্কদের কাজ টা সব সময়
কঠিন
এর জন্য তাদের কাজ কে বলা হয় থ্যাংক লেস জব

পনের জনের দল নিবাচর্ন করা নিবাচর্ক দের জন্য যতটা সহজ এই পনের জন থেকে এগারো বা সেরা একাদশ তৈরী করা টা বড় কঠিন নিবাচর্ক দের জন্য ।

২০১৪ টি২০ বিশ্বকাপে “ফারুক আহমেদের নেতূত্বে হাবিবুল বাশার ও নান্নুর সহযোগিতায় যে পনের জনের দল বাংলাদেশ দল পেয়েছে

সেই দল হল :
১ ।তামিম ২।শামসুর
৩।সাকিব ৪।মুশফিক(অধিনায়ক)
৫।নাসির ৬।রিয়াদ
৭।গাজী ৮।মাশরাফি
৯।রাজ্জাক ১০।রুবেল
১১।আল আমিন ১২।মমিমুন
১৩।সাব্বির ১৪।ফরহাদ ১৫।আনামুল

যারা দল নিবাচর্ন করেছেন তারা সবাই বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।যাদের কে নিবাচর্ন করা হয়েছে নি:সন্দেহে তারা সবাই দেশের সেরা ক্রিকেটার।
তাই তারা বাংলাদেশ দলের পনের জনের স্কোয়াডে ।

এই ১৫ জনের সবার একাদশে থাকার যোগ্যতা আছে
কিন্তু মাঠে তো এগারো জন খেলবে তাই কস্ট হলেও চার জন কে সাইড বেন্চে বসতে হবে ।

এই টি২০ বিশ্বকাপে আমরা প্রথম রাউন্ডে আফগান ও হংকং ও নেপালের মত দলের সাথে খেলতেছি কিন্তু এসব দল কে এক পারসেন্ট ও ছার দেওয়া যাবে না ।

কারন এদের কে হারিয়েই আমাদের মূল পবের্ খেলতে
হবে ।শক্তির বিচারে হিসাব করলে বাংলাদেশ দলের কাছে এদের দাড়াবার সাহস নেই ।
এসব দল এবং সবোচ্চর্ সাফলে্যর লক্ষে্য নিচের একাদশ টি দিলাম সবাই একমত না ও হতে পারন কিন্তু এই একাদশ ভাল না হলেও বেশি খারাপ হবে না

সেরা একাদশ :
১।তামিম ইকবাল
২।শামসুর রহমান
(আনামুল এশিয়া কাপে ওডিয়াই তে ভাল করছে কিন্তু টি২০ এর জন্য শামসুর রহমান পারফেক্ট )
৩।সাকিব আল হাসান
৪।মুশফিক ( )
৫।নাসির হোসেন
৬।সাব্বির রহমান
৭।ফরহাদ রেজা
৮।সোহাগ গাজী
(Note:শুধু পেস বোলিংয়ের জন্য রেজা কে রাখা উচিত তার স্লো পেইস কাজে দিবে দলে ৪-৫ জন স্পিনার আছেন তাই রিয়াদ কে না রেখে গাজী কে রাখা হল
রিয়াদ ভাল হিট করতে পারে কিন্তু টি২০ তে আশা করি গাজী প্রয়োজনে লং হিট করবে ,জিয়া নেই কি হয়েছে ফরহাদ রেজা ও প্রয়োজনে জ্বলে উঠবেন এবং সে একটা প্রোভেন প্লেয়ার )
৯।মাশরাফি
১০।আব্দুর রাজ্জাক
১১।রুবেল হোসেন
( note:দলে সাকিব রাজ্জাকের বাহাতি স্পিন জুটি পারফেক্ট ৮ ওভার টেনশন নেই ,সাথে অফ স্পিনার গাজী ,লেগ স্পিনার সাব্ববির ,অকেশনাল নাসির মিলিয়ে স্পিনে বাংলাদেশ শক্তি শালী ।
আলামিনের চেয়ে রুবেল এক্সপেরিয়েন্স এবং সাম্প্রতিক সময়ে ভালই বোলিং করছে শুধু একটু একসপেনসিভ আশা করি সে ও ভাল করবে )
যেভাবে একাদশ সাজানো হয়েছে তা প্রয়োজনে ব্যাটিং অডর্ার চেইন্জ করা উচিত ৩-৪ চার ওভার থাকলে আর ৩-৪ উইকেট পড়লে ম্যাশ কে ব্যাটিংয়ে পাঠানো উচিত অন্যদের রেখে ।
শুভ কামনা বাংলাদেশ দলের প্রতি
গজের্ উঠ বাংলাদেশ ।

20140315-034435 am.jpg

20140315-034457 am.jpg

20140315-034512 am.jpg

Leave a comment